Bahumatrik :: বহুমাত্রিক
 
১ পৌষ ১৪২৬, রবিবার ১৫ ডিসেম্বর ২০১৯, ১০:৫৬ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

প্রধানমন্ত্রীর অনুদান পেলেন ১০ ব্যক্তি ও এক সংগঠন


১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার, ১২:২০  এএম

বহুমাত্রিক ডেস্ক


প্রধানমন্ত্রীর অনুদান পেলেন ১০ ব্যক্তি ও এক সংগঠন

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ১০ ব্যক্তি ও একটি সংগঠনকে মোট তিন কোটি পাঁচ লাখ টাকা অনুদান প্রদান করেছেন। প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় তাঁর জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে উক্ত টাকার কয়েকটি চেক হস্তান্তর করেন।

শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত বিংহামটন ইউনিভার্সিটির ভিজিটিং ডমেস্টিক স্কলার তৌহিদ রেজা নূরকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর গবেষণা চালানোর জন্য এক কোটি টাকা অনুদান দেন।

প্রধানমন্ত্রী ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতিকে এক কোটি টাকা আর্থিক সহায়তা দেন।
আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. জালাল উদ্দিন খান ও সাধারণ সম্পাদক এডভোকেট বদরউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর কাছ থেকে এ সংক্রান্ত চেকটি গ্রহণ করেন।
এছাড়া, শেখ হাসিনা চলচ্চিত্র অভিনেতা আলমগীর হোসেন জ্যাকি ও জামিলুর রহমানকে ১০ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।