Bahumatrik :: বহুমাত্রিক
 
৮ ভাদ্র ১৪২৬, শনিবার ২৪ আগস্ট ২০১৯, ১১:১৬ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

পিকনিকের বাস খাদে পড়ে নিহত ১,আহত ২৫


১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার, ১২:২৫  পিএম

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


পিকনিকের বাস খাদে পড়ে নিহত ১,আহত ২৫

খুলনা : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিম্ববিদ্যালয় স্কুল এ্যান্ড করেলের পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১ শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২৫জন। ঘটনাটি ঘটেছে খুলনা সাতক্ষীরা সড়কের চাকুন্দিয়া মাদ্রাসার নিকটে।

নিহত ওই শিক্ষার্থী মেঘলা ( ১৪) অষ্টম শ্রেণীর ছাত্রী। এ সময়ে আহত হয়েছে কমপক্ষে আরও ২৫ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ও ক্লিনিকে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমিনুল ইসলাম বিপ্লব গটনাস্থল থেকে জানান যশোর ও বিজ্ঞান ও প্রযক্তি বিশ্ববিদ্যালয় স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষাথীরা বাগেরহাটে পিকনিকে যাচ্ছিল। এ সময়েবাসটি ( ঢাকা মেট্রো ১৪-০০৯৫) চাকুন্দিয়া মাদ্রাসার নিকট পৌছিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় এক শিক্ষার্থী। আহত হয় আরও ১৫/২০জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।