Bahumatrik :: বহুমাত্রিক
 
১০ আষাঢ় ১৪২৬, সোমবার ২৪ জুন ২০১৯, ৮:৩১ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

নৌকায় ভোট দিন


২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার, ০৫:০৫  পিএম

এ এম হাসিন ইশরাক তকি

বহুমাত্রিক.কম


নৌকায় ভোট দিন

 

নৌকা মার্কায় ভোট দিন,
উন্নয়নের খুশি নিন।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
খুশি দেখতে চান?
নৌকায় ভোট দিন।

উন্নয়ন পেতে চান?
শেখ হাসিনাকে ভোট দিন।
সুন্দর দেশ গড়তে হলে,
নৌকা মার্কায় ভোট দিন।
নৌকা নৌকা নৌকা!!

খাবার ভাল চান?
নৌকায় ভোট দিন।
নৌকা, নৌকা, নৌকা,
নৌকা, নৌকা, নৌকা!!

লেখকঃ এ এম হাসিন ইশরাক তকি
তৃতীয় শ্রেণি, রোল নং ১২২
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।