Bahumatrik :: বহুমাত্রিক
 
১১ বৈশাখ ১৪২৬, বুধবার ২৪ এপ্রিল ২০১৯, ২:৫৫ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

নিউইয়র্কে বোমা হামলা চেষ্টায় বাংলাদেশি দোষী সাব্যস্ত


০৭ নভেম্বর ২০১৮ বুধবার, ১২:২৪  পিএম

বহুমাত্রিক ডেস্ক


নিউইয়র্কে বোমা হামলা চেষ্টায় বাংলাদেশি দোষী সাব্যস্ত

নিউইয়র্কে আত্মঘাতী বোমা হামলা চেষ্টার সময় আহত অবস্থায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশি যুবক আকায়েদ উল্লাহকে সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের আদালত।

মঙ্গলবার ম্যানহাটনের ফেডারেল আদালতে এক সপ্তাহ শুনানি গ্রহণের পর বিচারকরা আকায়েদকে দোষী সাব্যস্ত করে বলছে সে জঙ্গিগোষ্ঠী ও ইসলামিক স্টেট দ্বারা অনুপ্রাণিত। গত বছরের ১১ ডিসেম্বর টাইম স্কয়ার সাবওয়ে স্টেশন থেকে ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনালে যাওয়ার ভূগর্ভস্থ পথে নিজের শরীরে বাঁধা বোমা বিস্ফোরণ ঘটান আকায়েদ।

বোমাটি ঠিকমত বিস্ফোরিত না হওয়ায় প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন আকায়েদ। তার বিস্ফোরণে অন্যরা আহত হলেও গুরতর কিছু ছিল না। প্রায় এক বছরের এই বিচারকার্য শেষে দোষী সাব্যস্ত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হতে পারে বাংলাদেশি এই যুবকের।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।