Bahumatrik :: বহুমাত্রিক
 
২৩ অগ্রাহায়ণ ১৪২৮, মঙ্গলবার ০৭ ডিসেম্বর ২০২১, ২:১০ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ধর্ষণের অভিযোগে একাত্তর টিভির সাংবাদিকের বিরুদ্ধে মামলা


০৫ নভেম্বর ২০২১ শুক্রবার, ০৯:১০  এএম

বহুমাত্রিক ডেস্ক


ধর্ষণের অভিযোগে একাত্তর টিভির সাংবাদিকের বিরুদ্ধে মামলা

বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন তৃণা ইসলাম নামে এক চিকিৎসক। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাদী হয়ে এ মামলাটি গুলশান থানায় দায়ের করেন।

মামলার বাদী তৃণা ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, গুলশান থানায় ৯-এর ১ ধারায় বৃহস্পতিবার মামলাটি দায়ের করা হয়। মামলা নম্বর ৬। বর্তমানে ডাক্তারি পরীক্ষার জন্য তিনি পুলিশি হেফাজতে।

মামলার বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হয়েছে। সেই নারীর ডাক্তারি পরীক্ষা করা হবে। মামলার প্রেক্ষিতে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

গণমাধ্যম -এর সর্বশেষ