Bahumatrik :: বহুমাত্রিক
 
২১ জ্যৈষ্ঠ ১৪২৭, বৃহস্পতিবার ০৪ জুন ২০২০, ২:১৭ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত


০৩ জুন ২০১৯ সোমবার, ০১:২১  পিএম

বহুমাত্রিক ডেস্ক


দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে শাহাদাত হোসেন (২৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। জোহানেসবার্গের ইস্টরেন্ডের ডিপসলোট এলাকায় এ ঘটনা ঘটে।

শাহাদাত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের বেপারীপাড়ার এস্তেফাজ উদ্দীনের ছেলে। বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জুনাইদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার জানিয়েছে, জোহানেসবার্গের ইস্টরেন্ডের ডিপসলোটে শাহাদাতের বড় ভাই রুবেলের দোকান রয়েছে। ভাইয়ের ব্যবসার সময় দিতে গত জানুয়ারিতে সেখানে যান শাহাদাত।

বাংলাদেশ সময় গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে তিন-চারজন সশস্ত্র ডাকাত ওই দোকানে ঢুকে লুটপাট করে। ডাকাতি করে চলে যাওয়ার সময় তারা শাহাদাতকে লক্ষ্য করে গুলি করে। পরে বড় ভাই রুবেল ও অন্য প্রবাসীরা গুলিবিদ্ধ শাহাদাতকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।