Bahumatrik :: বহুমাত্রিক
 
১২ আষাঢ় ১৪২৬, মঙ্গলবার ২৫ জুন ২০১৯, ৯:৪৩ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

‘তোমাকে থামানো যাবে না’ : রণবীরকে দীপিকা


০৫ জানুয়ারি ২০১৯ শনিবার, ১২:৫৩  পিএম

বহুমাত্রিক ডেস্ক


‘তোমাকে থামানো যাবে না’ : রণবীরকে দীপিকা

ঢাকা: ২০১৮-র শেষেই ‘সিম্বা’র হাত ধরে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছেন রণবীর সিংহ। ২০১৯-এর শুরুতে ভক্তদের ফের স্বপ্ন দেখাচ্ছেন অভিনেতা। এ বার হাতে রয়েছে ‘গাল্লি বয়’। শুক্রবার মুক্তি পেয়েছে এই আসন্ন ছবির ট্রেলার। আর তা দেখে এমনটাই মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।

টিজার দেখে কর্ণ জোহর, অভিষেক বচ্চন, অর্জুন কপূরের মতো বলি তারকারা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন রণবীরকে। সিলভার স্ক্রিনকে যাঁরা শাসন করেন, সেই তালিকায় এ বার রণবীরের নামও ঢুকে গেল বলে মনে করছেন অনেকে। মুম্বইয়ের এক র‌্যাপারের জীবনের গল্পের ওপর ভিত্তি করে এগিয়েছে চিত্রনাট্য। জোয়া আখতার পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী ১৪ ফেব্রুয়ারি।

এই টিজার দেখার পর দীপিকা কী বলবেন, তার অপেক্ষায় ছিলেন অনেকে। হ্যাঁ, দীপিকা টিজার দেখেছেন। নিজের মতামতও দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। প্রথমেই দীপিকা লেখেন, ‘রণবীর তোমাকে থামানো যাবে না। আমি তোমাকে ভালবাসি। তোমার জন্য গর্বিত।’

-আনন্দবাজার পত্রিকা

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।