Bahumatrik :: বহুমাত্রিক
 
৭ মাঘ ১৪২৫, রবিবার ২০ জানুয়ারি ২০১৯, ১:১৫ অপরাহ্ণ
Globe-Uro

তফসিলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি :ফখরুল


০৮ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার, ০৯:০৯  পিএম

বহুমাত্রিক ডেস্ক


তফসিলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি :ফখরুল

ঢাকা : নির্বাচন কমিশন এক তরফা নির্বাচন করার জন্য তফসিল ঘোষণা করেছে যা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফল হয়নি বলে জানিয়েছেন বিএনপির মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘সরকারের ইচ্ছাতেই একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই তফসিল জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি।’

গুলশানে সন্ধ্যা ৭টায় স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান বিএনপি মহাসচিব। বৈঠকে ২০ দলের মিটিং থেকে খালেদা জিয়ার মুক্তি দাবি জানানো হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে এ ঘোষণা দিয়েছেন তিনি।

ভাষণে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানান, ‘মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ নভেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর।’

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।