Bahumatrik :: বহুমাত্রিক
 
৭ মাঘ ১৪২৬, সোমবার ২০ জানুয়ারি ২০২০, ৭:০৬ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ডেঙ্গু প্রতিরোধে যশোর পৌরসভার সব ওয়ার্ডে উঠান বৈঠক


০৮ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার, ১১:২১  পিএম

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


ডেঙ্গু প্রতিরোধে যশোর পৌরসভার সব ওয়ার্ডে উঠান বৈঠক

যশোর : এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও করণীয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন যশোর পৌরসভা মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু।

বৃহস্পতিবার দুপুরে পৌরসভায় এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন দিলীপ কুমার রায়, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

সভায় মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু বলেন, পৌরসভার সরকারি-বেসরকারি ৮২টি স্কুল ও মাদ্রাসায় মশক নিধন স্প্রে করা হয়েছে। যশোর জেনারেল হাসপাতালে ৪৮ জন শ্রমিক নিয়োগ করে হাসপাতালের ভেতরে ঝোপঝাড় পরিষ্কার করা হয়েছে। দুই দফা মশক নিধন স্প্রে করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে ৫ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে।

পৌরসভার ২২১টি মসজিদের মশক নিধন বিষয়ে খতিবের মাধ্যমে জুম্মার নামাজে বিশেষ বয়ানের ব্যবস্থা করা হয়েছে। যশোর সিটি ক্যাবলে সচেতনমূলক গণবিজ্ঞপ্তি প্রচার অব্যাহত রয়েছে। স্থানীয় দৈনিক পত্রিকায় সপ্তাহব্যাপী সচেতনমূলক বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু সচেতনতা মূলক দুইটা করে উঠান বৈঠক করা হয়েছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।