Bahumatrik :: বহুমাত্রিক
 
৩ ফাল্গুন ১৪২৫, শনিবার ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ৫:১৫ পূর্বাহ্ণ
Globe-Uro

ডাকসু নির্বাচনের তফসিল সোমবার


১০ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার, ০৬:১৩  পিএম

বহুমাত্রিক ডেস্ক


ডাকসু নির্বাচনের তফসিল সোমবার

ঢাকা : ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে সোমবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

দীর্ঘ ২৮ বছর পর এবার ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। ডাকসুর সবশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৬ জুন। ১৯৯৮ সালে ডাকসুর কমিটি ভেঙে দেওয়া হয়। পরবর্তী ছয় মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা দিয়েছিল কর্তৃপক্ষ।

কিন্তু ঘোষণাতেই দীর্ঘ এই সময় আটকে ছিল নির্বাচন। এরপর মাঝেমধ্যে ডাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করলেও তা আলোর মুখ দেখেনি।

২০০৫ সালের মে মাসে উপাচার্য এস এম এ ফায়েজ ওই বছরের ডিসেম্বর মাসের মধ্যে ডাকসু নির্বাচনের ঘোষণা দিলেও তা কার্যকর হয়নি। এরপর এ বছরের ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান সাংবাদিকদের জানান, আগামী ৩১ মার্চের মধ্যেই ডাকসু নির্বাচন করার প্রয়াস রয়েছে তাদের।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।