Bahumatrik :: বহুমাত্রিক
 
৯ মাঘ ১৪২৬, বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২০, ৩:২৬ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

টেস্ট সিরিজ খেলতে জুনে বাংলাদেশ আসবে অস্ট্রেলিয়া


২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার, ১২:২১  পিএম

বহুমাত্রিক ডেস্ক


টেস্ট সিরিজ খেলতে জুনে বাংলাদেশ আসবে অস্ট্রেলিয়া

ঢাকা : চলতি বছরের অক্টোবরে তিনটি টি-২০ ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। এ তিন ম্যাচের সিরিজ আগামী বছরে অনুষ্ঠিত হবে। অনিশ্চয়তায় ভুগছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট ম্যাচও। এ দুই ম্যাচ খেলতে কবে নাগাদ আসবে সেটা নিশ্চিত করে বলছিল না এতদিন। অবশেষে ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে দুটি টেস্ট খেলতে কবে আসবে বাংলাদেশে।

আগামী বছর জুনে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান পিটার রোচ।

গত সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান জানান, অক্টোবরে অস্ট্রেলিয়ার সঙ্গে টি-২০ সিরিজ খেলার কথা থাকলেও সেটি এ বছর হচ্ছে না। আগামী বছরের ফেব্রুয়ারিতে টেস্ট সিরিজ হবার কথা থাকলেও সেটি জুন-জুলাইতে নিয়ে যাওয়া হচ্ছে। আশা করছি, দুই বোর্ড একটা সিদ্ধান্তে পৌঁছাবে।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।