Bahumatrik :: বহুমাত্রিক
 
৮ আশ্বিন ১৪২৬, সোমবার ২৩ সেপ্টেম্বর ২০১৯, ৩:৩৮ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

টিকেট বিক্রির দ্বিতীয় দিনে প্লাটফরমগুলোতে ভিড়


২৩ মে ২০১৯ বৃহস্পতিবার, ১১:২৭  এএম

বহুমাত্রিক ডেস্ক


টিকেট বিক্রির দ্বিতীয় দিনে প্লাটফরমগুলোতে ভিড়

ঢাকা : অগ্রিম টিকেট বিক্রির দ্বিতীয় দিনে প্লাটফরমগুলোতে ভিড় করেছেন টিকেট প্রত্যাশীরা। সকাল ৯টা থেকে পয়লা জুনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। তবে কোন স্টেশন থেকে কোন অঞ্চলের টিকেট দেয়া হচ্ছে সে বিষয়ে স্পষ্ট ধারণা না থাকায় বিভ্রান্তিতে পড়ছেন টিকেট নিতে আসারা।

বৃহস্পতিবার সকাল থেকেই প্রত্যাশিত টিকেটের জন্য ভিড় দেখা যায় নগরীতে রেলের অগ্রিম টিকেট বিক্রির জন্য নির্ধারিত ৫টি স্টেশন ও বুথে। দীর্ঘ লাইনে কেউ খুব ভোরে, আবার কেউ গেল রাত থেকেই অপেক্ষা করছেন। টিকেটের জন্য সবচেয়ে বেশি ভীড় রয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখান থেকে দেয়া হচ্ছে রাজশাহী, দিনাজপুরসহ সমগ্র পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকেট।

চট্টগ্রাম ও নোয়াখালীগামী আন্তঃনগর ট্রেনের টিকেটের জন্য ভীড় রয়েছে বিমানবন্দর রেলওয়ের স্টেশনেও। এছাড়া তেজগাঁও থেকে ময়মনসিংহ ও জামালপুর, বনানী থেকে নেত্রকোণাগামী ও ফুলবাড়িয়ার পুরাতন রেলওয়ে স্টেশন থেকে বিক্রি হচ্ছে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকেট। তবে অগ্রীম টিকেট বিক্রির দ্বিতীয় দিনেও নানা অভিযোগ ছিল টিকেট প্রত্যাশীদের।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

Netaji Subhash Chandra Bose
BRTA
Bay Leaf Premium Tea

পথের কথা -এর সর্বশেষ