Bahumatrik :: বহুমাত্রিক
 
৪ আশ্বিন ১৪২৬, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৮ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান


১২ জুন ২০১৯ বুধবার, ০৩:৩০  পিএম

বহুমাত্রিক ডেস্ক


টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

ঢাকা : বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ মুখোমুখি ফেভারিট অস্ট্রেলিয়া ও পাকিস্তান। হাইভোল্টেজ ম্যাচে দুদলের সমর্থকদের মধ্যে উত্তাপ ছড়ানো শুরু হয়ে গেছে।

টনটনে বিকাল সাড়ে তিনটায় শুরু হচ্ছে ম্যাচ। ইতিমধ্যে টস হয়ে গেছে। টস জিতেছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। তিনি অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

বৃষ্টির আবহ থাকায় ও বাতায় থাকায় ফিল্ডিং বেছে নিয়েছেন সরফরাজ। এই ম্যাচে বৃষ্টির চোখরাঙানি রয়েছে। যদিও এখনও বৃষ্টি শুরু হয়নি।

এর আগে বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে টানা জয়ের পর উড়তে থাকা অস্ট্রেলিয়াকে মাটিতে নামিয়েছে ভারত। সেই যন্ত্রণা গায়ে মেখে জয়ের নেশায় মাঠে নামছেন স্মিথ-ওয়ার্নাররা।

অন্যদিকে তিন ম্যাচের একটিতে জিতে পিছিয়ে থাকা পাকিস্তানও আজ ছেড়ে কথা বলবে না। ইংল্যান্ডকে হারিয়ে মোমেন্টাম ফিরে পাওয়া সরফরাজ বাহিনী জেতার জন্য তেতে রয়েছে।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।