Bahumatrik :: বহুমাত্রিক
 
১২ আষাঢ় ১৪২৬, মঙ্গলবার ২৫ জুন ২০১৯, ৯:৪৫ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ঝালকাঠিতে মন্ডপে মন্ডপে ব্যাপক নিরাপত্তা


১১ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার, ০৫:১১  পিএম

মোঃ আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

বহুমাত্রিক.কম


ঝালকাঠিতে মন্ডপে মন্ডপে ব্যাপক নিরাপত্তা

ঝালকাঠি : ঝালকাঠিতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূঁজায় ব্যাপক নিরাপত্তা গ্রহণ করেছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১২টায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দর সঙ্গে আইন-শৃঙ্ঘলা বিষয়ক মতবিনিময় সভায় এ তথ্য জানান পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান। পুলিশ সুপার কার্যালয়ে সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো.জোবায়দুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান, সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঁঠালিয়া সার্কেল) মো. মুজাম্মেল হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক তরুন কর্মকারসহ স্থানীয় হিন্দু ধর্মের নেতৃবৃন্দ।

সভায় জানানো হয় জেলায় এখন পর্যন্ত ১৭৪টি পূঁজা মন্ডপের তালিকা করা হয়েছে। এসব মন্ডপে শান্তিপূর্ণ পরিবেশে পূঁজা সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শান্তি শৃংখলা রক্ষায় পূঁজা মন্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।