Bahumatrik :: বহুমাত্রিক
 
৮ মাঘ ১৪২৫, মঙ্গলবার ২২ জানুয়ারি ২০১৯, ৪:৪৪ পূর্বাহ্ণ
Globe-Uro

ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ পুলিশের বাধায় পন্ড


১১ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার, ০৫:৪১  পিএম

বহুমাত্রিক ডেস্ক


ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ পুলিশের বাধায় পন্ড
ছবি : বহুমাত্রিক.কম

ঝালকাঠি : একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন সাজা প্রদানের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিস সড়কের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। বাধা উপেক্ষা করে সমাবেশের প্রস্তুতি নিলে পুলিশ ধাওয়া করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করে কোন নেতাকর্মীকে ভেতরে ঢুকতে দেয়নি।

এক পর্যায়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি কার্যালয়ের ভেতরে যেতে চাইলে পুলিশ তাতেও বাধা দেয়। পুলিশের বাধায় পন্ড হয়ে যায় জেলা বিএনপির কর্মসূচি।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।