Bahumatrik :: বহুমাত্রিক
 
৩ আষাঢ় ১৪২৬, সোমবার ১৭ জুন ২০১৯, ১০:৫২ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ঝালকাঠিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত


০৯ ডিসেম্বর ২০১৮ রবিবার, ০৬:৪৭  পিএম

মোঃ আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

বহুমাত্রিক.কম


ঝালকাঠিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

ঝালকাঠি : ঝালকাঠিতে ‘টেকসই উন্নয়ন, শান্তি সুশাসন : দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

ঝালকাঠি জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন-দুদক এর দুর্নীতি প্রতিরোধ কমিটি-দুপ্রক এবং টিআইবির সচেতন নাগরিক কমিটি-সনাক যৌথ উদ্যোগে আজ রবিবার সকাল ১০টায় ডিসি অফিসের সামনের সড়কে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ঝালকাঠির ডিসি মো. হামিদুল হক অংশ নেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা দুপ্রক সভাপতি মো. হেমায়েত হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত ডিসি আরিফুল ইসলাম, সনাক সহসভাপতি হেমায়েত উদ্দিন হিমু ও জেলা দুপ্রক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম তালুকদার। বক্তারা দুর্নীতিকে না বলা এবং জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবার প্রতি আহ্বান জানান।

বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি, সংস্কৃতিকর্মী, রাজনৈতিক নেতা, শিক্ষক, শিক্ষার্থী, যুবসমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানমালায় অংশ নেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।