Bahumatrik :: বহুমাত্রিক
 
৭ ফাল্গুন ১৪২৬, বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২০, ৮:৪২ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

জেএসসি-জেডিসির সোমবারের পরীক্ষাও স্থগিত


০৯ নভেম্বর ২০১৯ শনিবার, ০৫:০৬  পিএম

বহুমাত্রিক ডেস্ক


জেএসসি-জেডিসির সোমবারের পরীক্ষাও স্থগিত

ঢাকা : ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে সোমবারের (১১ নভেম্বর) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও স্থগিত করা হয়েছে।শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) এম এ খায়ের সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার জেএসসির সাধারণ বিজ্ঞান ও জেডিসির ইংরেজি বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। এই পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে জানানো হবে।

এর আগে ঘূর্ণিঝড় `বুলবুল`-এর কারণে জেএসসি ও জেডিসির শনিবারের পরীক্ষাও স্থগিত করা হয়। স্থগিত হওয়া জেএসসির এই পরীক্ষা ১২ নভেম্বর এবং জেডিসি পরীক্ষাটি ১৪ নভেম্বর একই সময়ে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২ নভেম্বর থেকে সারাদেশে একযোগে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।