Bahumatrik :: বহুমাত্রিক
 
১১ বৈশাখ ১৪২৬, বুধবার ২৪ এপ্রিল ২০১৯, ২:১৫ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

জিম্বাবুয়েতে বাস দুর্ঘটনায় নিহত ৪৭


০৮ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার, ০৯:৪৮  এএম

বহুমাত্রিক ডেস্ক


জিম্বাবুয়েতে বাস দুর্ঘটনায় নিহত ৪৭

ঢাকা : জিম্বাবুয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছে। জিম্বাবুয়ের রাজধানী হারারের কাছে বুধবার একটি হাইওয়েতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

দেশটির পুলিশ বাহিনী জানায়, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবোঝাই একটি বাস রাজধানী রাজধানী হারারে ছেড়ে রুসাপে শহরের দিকে যাচ্ছিলো।

অপর দিক থেকে আসা একটি দ্রুতগামীর বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই বহু মানুষের মৃত্যু হয়। দেশটির ডেপুটি ট্রান্সপোর্ট মিনিস্টার ফরচুন চাছি বলেন, দেশের দুর্ঘটনা কমাতে অতি শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।