Bahumatrik :: বহুমাত্রিক
 
১১ বৈশাখ ১৪২৬, বুধবার ২৪ এপ্রিল ২০১৯, ২:০৬ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

জার্মানিতে প্লেন বিধ্বস্ত : শিশুসহ নিহত ৩


১৫ অক্টোবর ২০১৮ সোমবার, ০৯:০৩  এএম

বহুমাত্রিক ডেস্ক


জার্মানিতে প্লেন বিধ্বস্ত : শিশুসহ নিহত ৩

ঢাকা : জার্মানিতে একটি সেসনা প্লেন বিধ্বস্তের ঘটনায় ১০ বছর বয়সী এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার বিকেল পৌনে চারটার দিকে দেশটির হেসে রাজ্যের ফুলদা শহরের কাছাকাছি ওয়াসারকুপে পর্বতের এয়ারফিল্ডে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।প্লেনটি অবতরণের চেষ্টা করে ব্যর্থ হয়ে এয়ারফিল্ডের নিরাপত্তাবেষ্টনীতে আঘাত হানে। এসময় আবহাওয়া বেশ অনুকূল ছিল। এই দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়। ইতোমধ্যে জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। প্লেনটি ব্যক্তি মালিকানাধীন ছিল বলে জানা গেছে।

জার্মান দৈনিক ‘বিল্ড’ জানায়, প্লেন বিধ্বস্তের ঘটনায় এক শিশু এবং দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া প্লেনের চার যাত্রী এবং এক প্রত্যক্ষদর্শী আহত হওয়ায় তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।