Bahumatrik :: বহুমাত্রিক
 
২৯ অগ্রাহায়ণ ১৪২৬, শুক্রবার ১৩ ডিসেম্বর ২০১৯, ১২:২৫ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

জাতীয় মৎস্য সপ্তাহ: ভালুকায় মাছের পোনা অবমুক্ত


১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার, ০৮:২০  পিএম

ভালুকা প্রতিনিধি

বহুমাত্রিক.কম


জাতীয় মৎস্য সপ্তাহ: ভালুকায় মাছের পোনা অবমুক্ত

 

ময়মনসিংহ : জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় বৃহস্পতিবার দুপুরে বর্ণাঢ্য র‌্যালী ও মাছের পোনা অবমুক্ত করেচে মৎস্য অধিদপ্তর ভালুকা। উপজেলা পরিষদ পুকুরে ভালুকা আসনের জাতীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু এ মাছের পোনা অবমুক্ত করেন।

উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় নির্বাহী অফিসার মাসুদ কামাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল আলম ও উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।