Bahumatrik :: বহুমাত্রিক
 
৪ ফাল্গুন ১৪২৬, সোমবার ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৯ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

জর্ডানের সাগরতলে সামরিক জাদুঘর


২৭ জুলাই ২০১৯ শনিবার, ১১:৪৭  পিএম

বহুমাত্রিক ডেস্ক


জর্ডানের সাগরতলে সামরিক জাদুঘর

ঢাকা : জর্ডানের আকাবা শহরের উপকূলে উন্মোচিত হলো ডুবো সামরিক জাদুঘর। পানির ৯২ ফুট নিচে এর অবস্থান। এটাই পানির নিচে মধ্যপ্রাচ্যের দেশটির প্রথম জাদুঘর।

বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে কয়েকটি সামরিক বাহন একের পর এক ডোবানো হয়। এর মধ্যে রয়েছে ট্যাংক, সৈন্যদের পিকআপ ও একটি হেলিকপ্টার। রণাঙ্গনে এসব বাহন ব্যবহৃত হয়ে থাকে। ভারত মহাসাগরের অন্তর্গত রেড সি উপসাগরের প্রবালদ্বীপে এগুলো রাখা হয়েছে।

আকাবা বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মতে, পানির নিচে সামরিক বাহনের প্রদর্শনীর সুবাদে পর্যটকদের জাদুঘর দেখার নতুন অভিজ্ঞতা হবে। এতে একইসঙ্গে আনন্দ, সামুদ্রিক পরিবেশ ও প্রদর্শনীর সম্মিলন পাওয়া যাবে।

জরুরি কাজে ব্যবহৃত সামরিক ট্যাংকজাদুঘরে স্নোরকেলার ও স্কুবা ডাইভারদের মতো ডুবুরি পর্যটকরা কাচের মেঝে সমৃদ্ধ নৌযানে ভেসে যেতে পারবেন।

আকাবা শহরের প্রবালদ্বীপরেড সি’র উত্তরভাগের প্রবালদ্বীপ ডুবুরিসহ পর্যটকদের কাছে জনপ্রিয় গন্তব্য

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

প্রতিরক্ষা -এর সর্বশেষ