Bahumatrik :: বহুমাত্রিক
 
৪ ভাদ্র ১৪২৬, সোমবার ১৯ আগস্ট ২০১৯, ৮:০৮ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

জর্জিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট সালোমে জোরাবিসভিলি


৩০ নভেম্বর ২০১৮ শুক্রবার, ১০:০৭  এএম

বহুমাত্রিক ডেস্ক


জর্জিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট সালোমে জোরাবিসভিলি

ঢাকা : জর্জিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির ক্ষমতাসীন দলের প্রার্থী সালোমে জোরাবিসভিলি।বৃহস্পতিবার তাকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন নির্বাচন কমিশন। বুধবারের দ্বিতীয় দফা নির্বাচনে ৫৯ দশমিক ৬১ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি।

তিনি ফ্রান্সে এক জর্জীয় পরিবারে জন্মগ্রহণ করেন।

জর্জিয়ায় বলশেভিক শাসনের সময় দেশ ছেড়ে পালিয়ে এসেছিল তার পরিবার। পেশাজীবনের প্রথমে ফ্রান্সের কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে নিজ দেশে ফিরে রাজনীতিতে যোগ দেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

Netaji Subhash Chandra Bose
BRTA
Bay Leaf Premium Tea

নারীকথা -এর সর্বশেষ