Bahumatrik :: বহুমাত্রিক
 
২৯ কার্তিক ১৪২৬, বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০১৯, ১০:২৬ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

জম্মু-কাশ্মীরে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১


০১ জুলাই ২০১৯ সোমবার, ১২:২৩  পিএম

বহুমাত্রিক ডেস্ক


জম্মু-কাশ্মীরে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কিস্তুরে পাহাড়ের ওপর থেকে বাস পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর ইন্ডিয়া টুডে ও এনডিটিভির

কিস্তুরের ডেপুটি কমিশনার আংরেজ সিং রানা বলেন, কেশোয়ার থেকে কিস্তর যাওয়ার পথে বাসটি পাহাড়ি রাস্তা থেকে নিচে পড়ে যায়। হতাহতদের উদ্ধারের কাজ চলছে।

জম্মু-কাশ্মীরের আইজিপি জানিয়েছেন, ২০ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে কাজ চলছে। জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।