Bahumatrik :: বহুমাত্রিক
 
৮ আশ্বিন ১৪২৬, সোমবার ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১:১৫ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

জমা দেওয়া হচ্ছে না খালেদার মনোনয়নপত্র


২৩ মে ২০১৯ বৃহস্পতিবার, ১০:০৬  এএম

বহুমাত্রিক ডেস্ক


জমা দেওয়া হচ্ছে না খালেদার মনোনয়নপত্র

ঢাকা : বগুড়া-৬ আসনের নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ পাঁচজনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা না দেওয়ার জন্য দলীয় সিদ্ধান্ত হয়েছে। ফলে খালেদা জিয়া বাদে বাকি চারজন মনোনয়নপত্র জমা দেবেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, মনোনয়নপত্র পাঁচজন তুললেও বৃহস্পতিবার দলের চেয়ারপারসন বাদে বাকিরা মনোনয়নপত্র জমা দেবেন।

তিনি বলেন, মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বগুড়া জেলা বিএনপির নেতাদের সঙ্গে টেলিফোনে বৈঠকে করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে বগুড়ার নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে চেয়ারপারসনের মনোনয়নপত্র কেনার সিদ্ধান্ত হয়। তবে বুধবার চেয়ারপারসনের মনোনয়নপত্র জমা না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।