Bahumatrik :: বহুমাত্রিক
 
২ ভাদ্র ১৪২৬, শনিবার ১৭ আগস্ট ২০১৯, ৭:৩৬ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

চ্যানেল আই প্রকৃতি মেলা উপলক্ষে আশুলিয়ায় র‌্যালি


০৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার, ১২:৫৮  পিএম

তুহিন আহামেদ, নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


চ্যানেল আই প্রকৃতি মেলা উপলক্ষে আশুলিয়ায় র‌্যালি

সাভার: ‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ এ শ্লোগানে সাভারের আশুলিয়ায় চ্যানেল আই প্রকৃতি মেলা ২০১৯ উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় আশুলিয়া প্রেস ক্লাব চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ঘুরে পুনরায় প্রেস ক্লাবে এসে শেষ হয়।

র‌্যালি এসময় সাভার ও আশুলিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন। এসময় বিজয় টিভির সাভার উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, এটিএন নিউজের সাভার প্রতিনিধি জাহিদ হাসান শাকিল, দৈনিক যায়যায়দিনের আশুলিয়া প্রতিনিধি শহীদুল্লাহ মুন্সী, মোহনা টিভির আশুলিয়া প্রতিনিধি লাইজু আহম্মেদ চৌধুরী প্রমূখ।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি বাবুল আহমেদ, যুগ্ম-সম্পাদক ওবায়দুর রহমান লিটন, দৈনিক ডেসটিনি ও বহুমাত্রিক.কম এর তুহিন আহামেদ, গণবিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রিফাত মেহেদী, সাংগঠনিক রুকনোজ্জান মনি, দৈনিক সময়ের সংবাদ’র আমিরুজ্জামান টুটুল সহ আরো অনেকে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।