Bahumatrik :: বহুমাত্রিক
 
১০ জ্যৈষ্ঠ ১৪২৭, সোমবার ২৫ মে ২০২০, ৩:৩১ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

চুনকালি


০৩ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার, ০১:২৩  এএম

কাজী রকিবুল ইসলাম

বহুমাত্রিক.কম


চুনকালি

প্রশাসনের মুখে চুনকালি
কেউ দেয় গালি, কেউ হাততালি।

ডিসি এখন সুপারহিট পর্নোস্টার !
ভিসি, ডিসি, ওসির সাথে জেলার
অপরাধ করছে বড় বড় প্লেয়ার।
বাকি আছে কী মাঠের আরও খেলা দেখার ?

কী করে তারা পদধারী !
আরও কোন অফিসে বিছানা, খুঁজো তাড়াতাড়ি।
সব অফিসে হোক নজরদারি।

কি আজব দেশে করছি বাস
কর্মচারী করছে দেশের সর্বনাশ।
এদের বাঁচাতে আবার আইন পাস!

বিরামপুর, যশোর
২৫ আগস্ট ২০১৯

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।