Bahumatrik :: বহুমাত্রিক
 
২ অগ্রাহায়ণ ১৪২৬, রবিবার ১৭ নভেম্বর ২০১৯, ১১:৩৪ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

চবি’তে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে যশোরে মানববন্ধন


০৭ জুলাই ২০১৯ রবিবার, ১১:০১  পিএম

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


চবি’তে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে যশোরে মানববন্ধন

যশোর : চট্টগ্রাম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের উপদেষ্টা মাসুদ মাহমুদের উপর হামলার প্রতিবাদে যশোর মানববন্ধন হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকদের ব্যানারে রোববার বিকেলে যশোর প্রেসক্লারে সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নীল দলের যুগ্ম আহবায়ক ড. নাজমুল হাসান, মনিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য ড. মেহেদী হাসানসহ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস, যবিপ্রবি শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্যা, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো দেলোয়ার হোসেন, অধ্যাপক ড. সুব্রত মন্ডল, যবিপ্রবির সহকারী প্রক্টর ড. হাসান আল ইমরান, শিক্ষক সমিতির সহ-সাধারণ সম্পাদক ড. প্রকৌশলী আমজাদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নওশীন আমিন শেখ, কার্যনির্বাহী সদস্য ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ওবায়েদ রায়হান, ইংরেজি বিভাগের প্রভাষক আল-ওয়ালিদ, ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ফাতেমা সুলতানা, গণিত বিভাগের প্রভাষক দীপা রায় প্রমুখ।

মানববন্ধনে শিক্ষকরা বলেন, শিক্ষকদের উপর এভাবে হামলা করতে থাকলে এমন সময় আসবে যখন কেউ শিক্ষকতা পেশা বেছে নিবে না। ফলে শিক্ষকদের সম্মান রক্ষায় অবিলম্বে হালমাকারীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানানো মানববন্ধন থেকে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

Netaji Subhash Chandra Bose
BRTA
Bay Leaf Premium Tea

শিক্ষা -এর সর্বশেষ