Bahumatrik :: বহুমাত্রিক
 
৯ মাঘ ১৪২৫, বুধবার ২৩ জানুয়ারি ২০১৯, ৩:৪৩ পূর্বাহ্ণ
Globe-Uro

গোপনে বিপন্ন


০৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার, ১২:৫৫  এএম

আকিব শিকদার

বহুমাত্রিক.কম


গোপনে বিপন্ন

সোনার পিঞ্জিরা রেখে উড়ে যায় পোষা পাখি
সোনার কী দাম আহা রইল তবে
ঘরের বধূই যদি গেল চলে পৃথিবী ছেড়ে
রুপালি খাটটি না হয় পড়ে থাক নীরবে।

মেঘ কেন মিশে যায় গহিন নীলিমায়
হাসে না হাসনাহেনা বিপন্ন বাগানে
জাল ছেঁড়া মাছ দেখায় লেজের দাপট
চলে গেল যে তার লাগি মন কাঁদে গোপনে।

সে যদি গেলই চলে একাকী নিস্বর্গে
আমার থরোথরো বুকে কে ঘুমাবে খোঁপা খুলে
এতই যদি রবে অটুট তার অভিমানÑ
আমার চুরুটের ধুঁয়া প্রজাপতি হবে কার চুলে!!

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।