১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার, ০৮:২৯ পিএম
মাসুম বিল্লাহ মাজেদ, নিজস্ব প্রতিবেদক
বহুমাত্রিক.কম
গাজীপুর: গাজীপুর একটি শিল্প জেলা পরিচিত হলেও এখানে ডেইরি ফার্ম ও হাঁস মুরগীর খামার প্রায় ৪০০০। এ পর্যন্ত এলাকায় কোন খামার মালিকদের সংগঠন ছিল না।
এর প্রেক্ষিতে গত মঙ্গলবার গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ ফৌজিয়া কাদির এর সভাপতিত্বে আলোচনা শেষে একটি গাজীপুর সদর ডেইরি ফার্মার্স এসোসিয়েশন গঠিত হয়েছে।
মোঃ হাবিবুর রহমানকে সভাপতি ও মোঃ শাহিনকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যের এ কমিটি গঠিত হয়। সংগঠনটি ডেইরি খামারিদের উন্নয়নে কাজ করবে বলে জানান নবগঠিত কমিটিরা নেতারা।
বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।