Bahumatrik :: বহুমাত্রিক
 
৫ বৈশাখ ১৪২৬, শুক্রবার ১৯ এপ্রিল ২০১৯, ১:২৪ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


০৮ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার, ১০:০২  পিএম

মোঃ আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

বহুমাত্রিক.কম


গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঝালকাঠি : ঝালকাঠিতে ‘অর্থনৈতিক উন্নয়ন ও স্বাচ্ছন্দ্যের চতুর্থ শিল্প বিপ্লব’ স্লোগানকে সামনে রেখে সমাবেশ, র‌্যালি, আলোচনা সভাসহ নানা আয়োজনে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর ঝালকাঠি জেলা শাখা বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ শেষে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণের পর প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক কর্মসূচি উদ্বোধন করেন।

স্থানীয় সরকারের উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি পৌরসভার মেয়র মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার এবং সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রকৌশলী, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রেস ক্লাবের সামনে জেলা আইডিইবির সভাপতি মো. আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের জেলা সাধারণ সম্পাদক দিলীপ কুমার হালদারসহ নেতৃবৃন্দ বক্তৃতা করেন। বক্তারা অর্থনৈতিক উন্নয়ন ও স্বাচ্ছন্দ্যের চতুর্থ শিল্প বিপ্লব এর মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।