Bahumatrik :: বহুমাত্রিক
 
২১ অগ্রাহায়ণ ১৪২৯, সোমবার ০৫ ডিসেম্বর ২০২২, ১:২৩ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

গণঅভ্যুত্থান যে হবে-এটা নিশ্চিত থাকেন: দুদু


১৮ নভেম্বর ২০২২ শুক্রবার, ১১:৫৫  পিএম

বহুমাত্রিক ডেস্ক


গণঅভ্যুত্থান যে হবে-এটা নিশ্চিত থাকেন: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘ফয়সালা ১০ তারিখে হতে পারে, আগেও হতে পারে। গণঅভ্যুত্থান যে হবে- এটা নিশ্চিত থাকেন।’ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমানে দেশে যে আলামত ও লক্ষণ দেখা যাচ্ছে, এতে এক মুহূর্ত ভাবার উপায় নেই যে, এ সরকার টিকবে। আলামতে বুঝে গেছে তারা আর ক্ষমতায় থাকতে পারবে না।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমান ও জোবাইদা রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ ফোরাম।

আয়োজক সংগঠনের উপদেষ্টা এম নাজমুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ শাহজাদা মিয়া, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন প্রমুখ।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।