Bahumatrik :: বহুমাত্রিক
 
৫ শ্রাবণ ১৪২৬, শনিবার ২০ জুলাই ২০১৯, ৫:৩৬ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

খুবিতে নববর্ষ উদযাপনে ব্যাপক আয়োজন


১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার, ০৭:৩২  পিএম

শেখ হেদায়েতুল্লাহ, খুলনা

বহুমাত্রিক.কম


খুবিতে নববর্ষ উদযাপনে ব্যাপক আয়োজন

খুলনা : খুলনা বিশ্ববিদ্যালয়ে সাড়ম্বরে চৈত্র-সংক্রান্তি ও বাংলা নববর্ষ-১৪২৬ উদযাপনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে মেলায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। খুবির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এতে সভাপতিত্ব করেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ে সাড়ম্বরে চৈত্র-সংক্রান্তি ও বাংলা নববর্ষ-১৪২৬ উদযাপনে দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ৩০ চৈত্র-১৩ এপ্রিল মেলা (বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত), ঘুড়ি ও আল্পনা উৎসব, পুতুল নাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান)।

পহেলা বৈশাখ/১৪ এপ্রিল বর্ষ আবাহন সকাল ৬:৪৫ মিনিট, মেলা (সকাল ৬:৪৫ মিনিট থেকে বিকেল ৫ টা পর্যন্ত), সকাল ৭:৪৫ টায় শোভাযাত্রা (মেলা প্রাঙ্গন থেকে খুলনা বিশ্ববিদ্যালয় প্রধান ফটক এরপর শিববাড়ি মোড় থেকে রয়েল চত্বর), সাংস্কৃতিক অনুষ্ঠান (প্রথম পর্ব) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত, সাংস্কৃতিক অনুষ্ঠান (দ্বিতীয় পর্ব) বেলা ২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এছাড়াও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী বৈশাখী মেলায় লাঠিখেলা, ম্যাজিকশো, নাগরদোলা ইত্যাদির আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় খেলার মাঠে আয়োজিত এ মেলায় ৮০টি স্টলের ব্যবস্থা থাকছে। এদিকে বাংলা নববর্ষ উদযাপনে খুবির চারুকলায় ব্যাপক প্রস্তুতি চলছে।

নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভায় ডিনবৃন্দ, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) ও মেলা উদযাপন কমিটির সভাপতি, সদস্য-সচিবসহ কমিটির সদস্যবৃন্দ, কেএমপি, এনএসআই, ডিএসবিসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়াও বিশ্ববিদ্যালয় নিজস্ব সিকিউরিটি ও বিএনসিসি সদস্য নিয়োজিত রাখা এবং মেইন গেটে আর্চওয়ে স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া পহেলা বৈশাখ/১৪ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেলা চলাকালে দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যান্ত খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গল্লামারী-জিরোপয়েন্ট এবং গল্লামারী পশ্চিমে লিনিয়র পার্ক মোড় থেকে সোনাডাঙ্গা বাইপাস ময়ূর ব্রিজ সংযোগ সড়কেও যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।