Bahumatrik :: বহুমাত্রিক
 
১৯ জ্যৈষ্ঠ ১৪২৭, বুধবার ০৩ জুন ২০২০, ৬:৪৮ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

কুমিল্লায় পথ শিশুদের নিয়ে বৈশাখী আড্ডা


১৪ এপ্রিল ২০১৯ রবিবার, ০৩:৪২  পিএম

বহুমাত্রিক ডেস্ক


কুমিল্লায় পথ শিশুদের নিয়ে বৈশাখী আড্ডা

ঢাকা : শতাধিক পথশিশুর সাথে রবিবার বৈশাখী আড্ডায় মেতেছে হেল্প প্রোগ্রাম ফর দ্যা পূওর স্টুডেন্টস ও পথশিশু কল্যাণ ফাউন্ডেশন।

১৪২৬ বাংলা নববর্ষকে ঘিরে সকালে কুমিল্লা নগরীর শাসনগাছা রেলগেইট এলাকায় পথশিশুদেরকে নিয়ে এই বৈশাখী আড্ডার আয়োজন করা হয়।

সংগঠনটি সমাজের সুবিধাবঞ্চিত সকল শিশুদেরকে বর্ষবরণের আনন্দ দিতেই এ অনুষ্ঠানের আয়োজন করে।

হেল্প প্রোগ্রাম ফর দ্যা পূওর স্টুডেন্টসের প্রেসিডেন্ট সাংবাদিক শাহাজাদা এমরানের সভাপতিত্বে পথশিশুদের সাথে বৈশাখী আড্ডা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, কুমিল্লা জেলার সাবেক ডেপুটি সিভিল সার্জন ডা.গোলাম শাহজাহান, সাবেক বন্দর কর্মকর্তা মীর কাশেম।

অনুষ্ঠানে পথশিশুদের পক্ষ থেকে দেশ্মাবোধক গান পরিবেশন করা হয়। তাদেরকে বিভিন্ন বাঁশি বাজনার মাধ্যমে ব্যাপক বিনোদনের ব্যবস্থা এবং ঐতিহ্যবাহী বৈশাখী বিভিন্ন খাবার পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ পথশিশুদের সাথে কিছুক্ষণ বৈশাখী আড্ডায় মেতে উঠেন। আড্ডায় অগ্রসর ও অনগ্রসর সমাজের বর্ষবরণ চিত্র ফুটে উঠে।

অনুষ্ঠানে পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান রাসেলের স্বাগত বক্তব্য রাখেন। এসময় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

-ইউ.এন.বি নিউজ

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

শিশুর রাজ্য -এর সর্বশেষ