Bahumatrik :: বহুমাত্রিক
 
৯ মাঘ ১৪২৬, বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২০, ৩:২৭ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

কাশ্মীর ও পাকিস্তান ভারতেরই অংশ: অস্ট্রেলিয় মুসলিম নেতা


১৪ আগস্ট ২০১৯ বুধবার, ১২:০০  পিএম

বহুমাত্রিক ডেস্ক


কাশ্মীর ও পাকিস্তান ভারতেরই অংশ: অস্ট্রেলিয় মুসলিম নেতা

ঢাকা: অস্ট্রেলিয়ার মুসলিম নেতা মোহাম্মদ তাওহিদি বলেছেন, পাকিস্তান ও কাশ্মীর ভারতেরই অংশ। কাশ্মীর কোনদিনই পাকিস্তানের অংশ ছিল না আর ভবিষ্যতেও কাশ্মীর পাকিস্তানের অংশ হবে না। এক টুইট বার্তায় এসব কথা বলেন তিনি। 

ইসলামিক সংস্কারক ইমাম মোহাম্মদ তাওহিদি আরও লিখেছেন, ভারত দেশটি ইসলামের থেকেও পুরনো। তাই ভারতকে যেন পাকিস্তান ছেড়ে দেয়। পাকিস্তানকে সৎ হওয়ার বার্তাও দিয়েছেন তিনি।

টুইটারে এই ইসলামিক সংস্কারকের এমন বার্তার পর অনেকে মন্তব্য করেছেন। ইতোমধ্যেই তার এই টুইট ২২ হাজারের বেশি বার রিটুইট হয়েছে। এর আগে এই ইসলামিক নেতা যখন ভারতে এসেছিলেন, তখনও তিনি বলেছিলেন যে কাশ্মীর আসলে হিন্দুদেরই জায়গা ছিল, আর এই কাশ্মীর কখনই পাকিস্তানের অংশ ছিল না।

অগাস্টের ৫ তারিখে সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেয় ভারত। এর পর থেকে কাশ্মীরে চরম উত্তেজনা বিরাজ করছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।