Bahumatrik :: বহুমাত্রিক
 
৩ ভাদ্র ১৪২৬, সোমবার ১৯ আগস্ট ২০১৯, ৩:২১ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

কমলগঞ্জে মীতৈ বর্ণমালা ভাষা ও সাহিত্য কর্মশালা


২২ এপ্রিল ২০১৯ সোমবার, ০৯:৩৯  পিএম

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


কমলগঞ্জে মীতৈ বর্ণমালা ভাষা ও সাহিত্য কর্মশালা

মৌলভীবাজার : কমলগঞ্জ উপজেলার আদমপুরে মুণিপুরী মীতৈ বর্ণমালা ভাষা ও সাহিত্য বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। রোববারর সকাল ১০টায় তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন।

শিক্ষক সাজ্জাদুল হকের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মণিপুরী ভাষা ও গবেষণা উন্ননয়ন সংস্থা সিলেটের সভাপতি লেখক ও কবি এ কে শেরাম। কর্মশালায় মোট ২০ জন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের মণিপুরী মুসলিম শিক্ষক অংশ গ্রহন করেন। কর্মশালা শেষে অংশগ্রহনকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

মীতৈ বর্ণমালায় মীতৈই মণিপুরী ও মুসলিম মণিপুরী (পাঙাল)রা কথা বলেন। আগামীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষা পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্তির আওতায় মীতৈ বর্ণমালার ভাষা ও সাহিত্য অন্তর্ভুক্ত হবে। কমলগঞ্জে ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানে মণিপুরী মুসলিম ছাত্র পড়াশুনা করে। ইতিমধ্যেই কমলগঞ্জে মীতৈ ভাষার অধিবাসীদের উপর এক জরিপও সম্পন্ন হয়েছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।