Bahumatrik :: বহুমাত্রিক
 
৮ শ্রাবণ ১৪২৬, মঙ্গলবার ২৩ জুলাই ২০১৯, ৬:১৮ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

কমলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি ও আলোচনা


২১ জুন ২০১৯ শুক্রবার, ০১:২৪  এএম

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


কমলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি ও আলোচনা

মৌলভীবাজার : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কমলগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন এলাকা থেকে র‌্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবছর পরিবেশ দিবসের প্রতিপাদ্য ‘বায়ুদুষণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান।

সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ এর সঞ্চালনায় সভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন মৌলভীবাজার পরিবেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নূরুল মোহাইমীন মিল্টন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গবেষক আহমদ সিরাজ, আদিবাসী নেতা জিডিসন প্রধান সুচিয়ান, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ ভট্টাচার্য্য, আনন্দ মোহন সিংহ প্রমুখ। সভায় বৃক্ষরোপণ ও ব্যাপক জনসচেতনতা সৃষ্টির বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।