Bahumatrik :: বহুমাত্রিক
 
১৯ শ্রাবণ ১৪২৭, সোমবার ০৩ আগস্ট ২০২০, ৩:৪৯ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

কবিতায় গানে শিশুরা চিনলো বাঙালির কিংবদন্তিকে


২২ মার্চ ২০২০ রবিবার, ০৫:৩২  পিএম

নড়াইল সংবাদদাতা

বহুমাত্রিক.কম


কবিতায় গানে শিশুরা চিনলো বাঙালির কিংবদন্তিকে

কবিতায় গানে শিশুদের কাছে উপস্থাপিত হলেন বাঙালির গৌরব স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। টুঙ্গিপাড়ার নিতান্তই সাধারণ এক পরিবারের শিশুটি কিভাবে বাঙালি জাতির ত্রাতা হয়ে উঠলেন প্রজন্মের প্রতিনিধিদের কাছে তাই তুলে ধরার এই প্রয়াস নেয় বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদ।

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে গত ১৭ই মার্চ মঙ্গলবার সংগঠনটির নড়াইল জেলা শাখার পক্ষ থেকে স্থানীয় জারী সম্রাট মোসলেম উদ্দিন স্মৃতি পরিষদে এই আয়োজনে এই অঞ্চলের প্রতিশ্রুতিশীল কবি ও শিল্পীরা অংশ নেন।

জাতীয় সঙ্গীতে শুরু হওয়া এই আয়োজনে কেক কেটে ও মোমবাতি জ্বালিয়ে উদযাপন করা হয় ইতিহাসের এই মহানায়কের জন্মশতবর্ষ। এতে বঙ্গবন্ধুকে নিবেদন করে সঙ্গীত পরিবেশন করেন মৌমিতা মজুমদার, আব্দুল গফুর মন্ডল, মোঃ আব্দল গফফার মোল্যা, যাযাবর মুনির, আবু বক্কর মোল্যা ও কবি আশামণি।

তবলায় সঙ্গত করেন সংগঠনের জেলার সাধারণ সম্পদক মোঃ বক্তিয়ার হোসেন। সার্বিক সহযোগিতায় দেন কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পদক মোঃ আলমগির সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব ও জেলা সভাপতি কবি আশামণি।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।