Bahumatrik :: বহুমাত্রিক
 
৬ ফাল্গুন ১৪২৫, সোমবার ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২:৩০ অপরাহ্ণ
Globe-Uro

ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা ১৭ ডিসেম্বর


০৬ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার, ০৯:৪০  পিএম

বহুমাত্রিক ডেস্ক


ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা ১৭ ডিসেম্বর

ঢাকা : আগামী ১৭ ডিসেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সোহরাওয়ার্দী উদ্যানের ১০ ডিসেম্বরের সমাবেশ স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এর আগে বিকেল ৫টায় বৈঠক শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন, ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।