Bahumatrik :: বহুমাত্রিক
 
২১ অগ্রাহায়ণ ১৪২৬, শুক্রবার ০৬ ডিসেম্বর ২০১৯, ২:৪৮ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

এবার রণবীর-আলিয়ার বিয়ের ছবি ভাইরাল


০৬ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার, ০৩:০৮  পিএম

বহুমাত্রিক ডেস্ক


এবার রণবীর-আলিয়ার বিয়ের ছবি ভাইরাল

ঢাকা : বিগত কয়েক মাস ধরে রণবীর-আলিয়ার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। শোনা গিয়েছিল, আগামী বছর মালা বদল করবেন তারা। কাপুর ও ভাট পরিবার নাকি রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে প্রাথমিক কথাবার্তাও সেরে ফেলেছেন। এরই মধ্যে ভাইরাল হয়েছে আলোচিত এই জুটির বিয়ের ছবি।

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মনে প্রশ্ন জেগেছে তাহলে কি লুকিয়ে বিয়ে করেছেন তারা? বিষয়টি নিয়ে এখন ধোঁয়াশা চলছে। তবে মূল ঘটনা হলো, দিন কয়েক আগে একটি পোশাক বিপণীর বিজ্ঞাপনে বধূবেশে দেখা গিয়েছে আলিয়াকে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক জল্পনা তৈরি হয়। বিজ্ঞাপন দেখে ফ্যানেরা আলিয়াকে ‘রণবীর কি দুলহান’ বলে ডাকতে শুরু করে। এই চর্চার রেশ কাটতে না কাটতেই এবার সামনে এল রণবীর-আলিয়ার বিয়ের ছবি। জানা যাচ্ছে, ফটোশপে এডিট করে কেউ এই ছবি বসিয়েছে।

ঋষি কাপুরের ৬৭তম জন্মদিনে ইনস্টাগ্রামে এই ছবি ভাইরাল হয়। রণবীর কাপুর মাই লাইফ লাইন নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়েছে এই ছবি। ওই বিজ্ঞাপনের একটি অংশ থেকেই আলিয়ার ছবি নেওয়া হয়েছে এবং সেখানে খুব নিপুণ হাতে রণবীরকে বসানো হয়েছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।