Bahumatrik :: বহুমাত্রিক
 
৫ শ্রাবণ ১৪২৬, শনিবার ২০ জুলাই ২০১৯, ৬:৩০ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

এবার প্রেগন্যান্সি নিয়ে মুখ খুললেন দীপিকা


১৫ এপ্রিল ২০১৯ সোমবার, ১২:৩০  পিএম

বহুমাত্রিক ডেস্ক


এবার প্রেগন্যান্সি নিয়ে মুখ খুললেন দীপিকা

ঢাকা : গত বছর নভেম্বরে বিয়ে করেছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ। হনিমুন পিরিয়ডের পরে জোরজার কাজও শুরু করে দিয়েছেন দু’জনে। কিন্তু যতবারই যুগল প্রকাশ্যে কথা বলেছেন, ততবারই একটা কমন প্রশ্ন সামলাতে হয়েছে দু’জনকেই। ফ্যামিলি প্ল্যানিং কী? কবে বাবা-মা হচ্ছেন রণবীর-দীপিকা?

প্রথমে মজা করে উত্তর দিতেন। তার পর এড়িয়ে যেতেন। এ বার দৃশ্যতই এ প্রশ্নের সামনে বিরক্ত হলেন দীপিকা। বারবার প্রেগন্যান্সি নিয়ে প্রশ্ন করাটা খুব আপত্তিজনক। বিরক্তিকর। ‘‘যখন সময় হবে, তখন ঠিক এ সব হবে’’ বিরক্তমুখে সাংবাদিকদের বলেন দীপিকা।

এই মুহূর্তে মেঘনা গুলজারের ‘ছপক’ ছবির শুটিংয়ে ব্যস্ত দীপিকা। এই ছবিতে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবনের ওপর চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।