Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৮ ১৪৩২, রোববার ১৪ সেপ্টেম্বর ২০২৫

এবার ডিজাইনিংয়ে মজেছেন বিপাশা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৬, ১৫ জুন ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

এবার ডিজাইনিংয়ে মজেছেন বিপাশা

ঢাকা : এবার ডিজাইনার হিসেবে ভাগ্য পরীক্ষায় নেমেছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু! ঘটা করে প্রেমিক ও ছবিটিতে সহশিল্পী করণ সিং গ্রোভারের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর রোম্যান্টিক হানিমুন। এবার মজেছেন ডিজাইনিংয়ে!

এনিয়ে বিপাসা বলেন `সোনালী, রূপালি ও সুবর্ণ গোলাপি রঙের শক্ত জুতোর স্টাইল করেছি। এগুলো পায়ে গলিয়ে প্রতিদিনই হতে পারে চনমনে উজ্জ্বল! এগুলো পাবেন দ্য লেবেল লাইফ ডটকমে।`

সেই সঙ্গে সোনালী স্নিকারের একটি ছবিও পোস্ট করেছেন বিপাশা।ইনস্টাগ্রামে নিজের ডিজাইন করা জুতোর একটি ছবিও পোস্ট করেছেন বিপস। এতে দেখা যাচ্ছে, সোনালী, রূপাল ও সুবর্ণ গোলাপ রঙের তিনটি জুতো।

একই ব্র্যান্ডের জন্য ওবি বেল্ট ও ব্যাগের ডিজাইনও করেছেন বিপস বাঙালি সুন্দরী বিপাশার ভাষ্যে, `জাপানি ফ্যাশন ধার করে সাজানো বেল্টের এই ট্রেন্ড চলছে এখন।`

আর ব্যাগ প্রসঙ্গে তিনি বলেন, `আমি যখন পরিবারের সঙ্গে নৈশভোজে যাই তখন আমার প্রয়োজনীয় সব জিনিস এই ব্যাগের মধ্যে নিই। সেই সঙ্গে আরও থাকে আমার ফেস ওয়াইপস, লিপ বাম এবং ছোট সুগন্ধি।’

Walton Refrigerator cables
Walton Refrigerator cables