Bahumatrik :: বহুমাত্রিক
 
৪ চৈত্র ১৪২৫, মঙ্গলবার ১৯ মার্চ ২০১৯, ৫:৫৮ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

এপ্রিলে দেশে ফিরছেন নায়িকা সিমলা


১৪ মার্চ ২০১৯ বৃহস্পতিবার, ০৪:০৩  পিএম

বহুমাত্রিক ডেস্ক


এপ্রিলে দেশে ফিরছেন নায়িকা সিমলা

ঢাকা : চলচ্চিত্র নায়িকা সিমলা দেশে ফিরছেন এপ্রিলে। বিমান ছিনতাইকারী পলাশের ঘটনায় হঠাৎ করেই আলোচনায় আসেন তিনি। বর্তমানে ভারতের মুম্বাইতে বসবাস করছেন। সেখানে চলচ্চিত্র নিয়ে কাজ করছেন। তবে এবার তিনি নিজ দেশে ফিরবেন বলে জানা গেছে।

প্রায় চার মাস ধরে সিমলা ভারতের মুম্বাইয়ে মীরা রোডের একটি ভাড়া বাড়িতে থাকছেন। ২০১৮ সালের মে মাসে সিমলা জানিয়েছিলেন, তিনি বলিউডে ‘সফর’ নামে একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ক’দিন পরই ছবিটি মুক্তি পাবে।

তিনি আরও জানান, ওই ছবির ডাবিং শেষ করেছেন। শিগগিরই পোস্টারের ফটোশুটে অংশ নেবেন। আপাতত ওই ছবি নিয়েই ব্যস্ততা তার। নতুন কাজের জন্য কথা চলছে। তাই নিজেকে তৈরি করছেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।