Bahumatrik :: বহুমাত্রিক
 
৩০ কার্তিক ১৪২৬, বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০১৯, ১১:২৯ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

এটি এক বছরের বাজেট পাঁচ বছরের নয় : কাদের


১৫ জুন ২০১৯ শনিবার, ১১:৩৯  এএম

বহুমাত্রিক ডেস্ক


এটি এক বছরের বাজেট পাঁচ বছরের নয় : কাদের

ঢাকা :বরাবরের মতো বাজেট নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করছে বিএনপি। বিশাল বাজেটের ব্যাপকতা বিএনপির পক্ষে বুঝা সম্ভব নয়। তাই বাজেট নিয়ে তারা মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, বাজেট যুগোপযোগী, জনকল্যাণমুখী এবং আওয়ামী লীগের ইশতেহারের সঙ্গে সঙ্গতিপূর্ণ। বাজেট নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছে একটি মহল, এটি এক বছরের বাজেট পাঁচ বছরের নয়।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।