Bahumatrik :: বহুমাত্রিক
 
১৬ জ্যৈষ্ঠ ১৪২৭, রবিবার ৩১ মে ২০২০, ৯:০৬ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

এটিএম শামসুজ্জামান স্বাভাবিক খাবার খেতে পারছেন


১৪ মে ২০১৯ মঙ্গলবার, ০৮:৫২  পিএম

বহুমাত্রিক ডেস্ক


এটিএম শামসুজ্জামান স্বাভাবিক খাবার খেতে পারছেন

ঢাকা : রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থান উন্নতি হয়েছে। এছাড়া তিনি স্বাভাবিক খাবার খেতে পারছেন। এর আগে তাকে নলের মাধ্যমে খাবার খাওয়ানো হতো।

মঙ্গলবার বিকালে এটিএম শামসুজ্জামানের ছোট ভাই সালেহ জামান এ তথ্য জানিয়েছেন।

সালেহ জামান বলেন, এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গত সোমবার থেকে স্বাভাবিক খাবার খেতে পারছেন।

এটিএম শামসুজ্জামানের চিকিৎসার সব ধরনের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক হাসপাতালের তহবিলে জমা দেওয়া হয়েছে।

দুই সপ্তাহেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন এটিএম শামসুজ্জামান। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত শনিবার তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।