Bahumatrik :: বহুমাত্রিক
 
৮ ভাদ্র ১৪২৬, শনিবার ২৪ আগস্ট ২০১৯, ১০:৪০ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

এক মাসের মধ্যে পোশাককর্মীদের সমস্যা সমাধান হবে : বাণিজ্যমন্ত্রী


০৯ জানুয়ারি ২০১৯ বুধবার, ০৪:৫৯  পিএম

বহুমাত্রিক ডেস্ক


এক মাসের মধ্যে পোশাককর্মীদের সমস্যা সমাধান হবে : বাণিজ্যমন্ত্রী

ঢাকা : আগামী এক মাসের মধ্যে সমস্যা সমাধান করা হবে জানিয়ে পোশাককর্মীদের কাজে মনোযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নতুন বেতন কাঠামোর কারণে কোনো শ্রমিকের যদি বেতন কমে যায়, তা হলে তা আগামী মাসের বেতনের সঙ্গে সমন্বয় করে পরিশোধ করা হবে বলে জানান টিপু মুনশি।তিনি বলেন, নতুন বেতন কাঠামোর অসঙ্গতি দূর করতে শ্রমিক পক্ষের পাঁচজন, মালিকপক্ষের পাঁচজনসহ শ্রম ও বাণিজ্য সচিবের সমন্বয়ে গঠিত কমিটি কাজ করবে।

এ কমিটির প্রতিবেদন পাওয়ার পর গার্মেন্ট শ্রমিকদের বেতনের বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, এ ধরনের আন্দোলনে অনেক সময় বাইরের লোক ঢুকে যায়। সে বিষয়টি সরকার কঠোরভাবে মনিটর করছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।