Bahumatrik :: বহুমাত্রিক
 
১১ বৈশাখ ১৪২৬, বুধবার ২৪ এপ্রিল ২০১৯, ২:০৪ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

একাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর


০৮ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার, ০৭:২৮  পিএম

বহুমাত্রিক ডেস্ক


একাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর

ঢাকা : আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণে তিনি এ কথা বলেন।

সিইসি জানান, মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর। যাচাই বাছাই ২২ নভেম্বর ও প্রার্থিতা প্রত্যাহার ২৯ নভেম্বর।

সিইসির ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করে। বেসরকারি টেলিভিশন ও রেডিওগুলো বাংলাদেশ টেলিভিশন হতে ফিড নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ প্রচার করে।

৩০০টি আসনে সংসদ সদস্য নির্বাচনে এবার ভোট দেবেন ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০ ভোটার। এর মধ্যে পুরুষ ৫ কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৩২৯ জন ও নারী ৫ কোটি ১৬ লাখ ৪৩ হাজার ১৫১ জন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।