Bahumatrik :: বহুমাত্রিক
 
১১ বৈশাখ ১৪২৬, বুধবার ২৪ এপ্রিল ২০১৯, ২:০৪ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ইসির বৈঠকে ভোটের তারিখ চূড়ান্ত:চলছে সিইসির ভাষণের রেকর্ডিং


০৮ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার, ০৩:১৪  পিএম

বহুমাত্রিক ডেস্ক


ইসির বৈঠকে ভোটের তারিখ চূড়ান্ত:চলছে সিইসির ভাষণের রেকর্ডিং

ঢাকা : একাদশ জাতীয় সংসদ নির্বচনের দিনক্ষণ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে তারিখ ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।বৈঠক শেষে চলছে সিইসির ভাষণের রেকর্ডিং।


বৃহস্পতিবার বেলা ১১টার পর থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কক্ষে অনুষ্ঠিত বৈঠকে আসন্ন এই নির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে ইসি। তবে চূড়ান্ত এই তারিখ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি।

সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি। সেখানেই জানিয়ে দেয়া হবে ভোট গ্রহণের তারিখ। জানা গেছে, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের যেকোনো দিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।