Bahumatrik :: বহুমাত্রিক
 
৪ ভাদ্র ১৪২৬, সোমবার ১৯ আগস্ট ২০১৯, ৮:০৭ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

আশুলিয়ায় তিন বছরেও পরিচয় মেলেনি উদ্ধার হওয়া লাশের


২৬ নভেম্বর ২০১৮ সোমবার, ০৭:৫৪  পিএম

তুহিন আহামেদ, নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


আশুলিয়ায় তিন বছরেও পরিচয় মেলেনি উদ্ধার হওয়া লাশের

সাভার: আশুলিয়ায় তিন বছরেও পরিচয় মেলেনি উদ্ধার হওয়া নিহত যুবকের। তার বয়স আনুমানিক ২০ বছর। ঘটনায় আশুলিয়া থানায় গত ২০১৬ সালের ৮ জানুয়ারি একটি মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলাটি সিআইডি ঢাকা জেলা পুলিশে রয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জানুয়ারি আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রামস্থ কনকর্ড এর মাঠের দক্ষিণ পাশের কর্ণারের একটি কক্ষ থেকে অজ্ঞাত পরিচয় ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এসময় স্থানীয়রা লাশ দেখে সনাক্ত করতে না পারায় এলাকায় ব্যাপক প্রচার চালিয়েও ওই লাশের পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহ উদ্ধারের সময় যুবকের উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, মাথার চুল কালো লম্বা অনুমান ২ ইঞ্চি। পরনে ছিল নেভী রংয়ের জ্যাকেট, সাদা শার্ট ও অফ হোয়াইট ফুল প্যান্ট।

সিআইডি পুলিশ পরিদর্শক বিষ্ণু ব্রত মল্লিক বলেন, অজ্ঞাত নিহত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। এছাড়া কেউ এসে কোন সন্ধানও চায়নি। এ বিষয়ে কেউ সন্ধান চাইলে ঢাকা জেলা সিআইডি কার্যালয় যোগাযোগ করতে পারেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।