Bahumatrik :: বহুমাত্রিক
 
৮ ভাদ্র ১৪২৬, শনিবার ২৪ আগস্ট ২০১৯, ১০:৪২ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

আমিরের সঙ্গে প্রেম : মুখ খুললেন ফাতিমা


০৪ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার, ০৩:৪৮  পিএম

বহুমাত্রিক ডেস্ক


আমিরের সঙ্গে প্রেম : মুখ খুললেন ফাতিমা

ঢাকা : ফাতিমা সানা শেখ বলিউড সুপারস্টার আমির খানের ‘দঙ্গল’ ছবি দিয়ে চলচ্চিত্র দুনিয়ায় পা রাখেন। এই ছবিতে অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এরপর থেকে দঙ্গলকন্যা হিসেবেই খ্যাতি তাঁর।

‘দঙ্গল’-এর পর ফের ‘থাগস অব হিন্দোস্তান’ ছবিতে আমিরের সঙ্গে জুটি বাঁধেন ফাতিমা। অবশ্য বক্স অফিসে কোন জাদুই তৈরি করতে পারেনি এ ছবি।

‘থাগস অব হিন্দুস্তান’ ছবির শুটিং চলাকালে ফাতিমা ও আমিরের সম্পর্কের গুঞ্জন নিয়ে বিনোদন সংবাদমাধ্যমগুলোতে বহু খবর প্রকাশিত হয়। সম্প্রতি সেই গুঞ্জন নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দঙ্গলকন্যা ফাতিমা।

ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে ফাতিমা বলেছেন, আমির খানের সঙ্গে যখন তাঁর নাম জড়িয়ে পড়ল, তাঁর খুব বাজে অনুভূতি হয়েছিল। কিন্তু পরে এসব এড়িয়ে যাওয়া বা সামলে নেওয়াটা শিখেছেন।

ওই সাক্ষাৎকারে আমিরের সঙ্গে প্রেম ও বিচ্ছেদের সব খবর উড়িয়ে দিয়েছেন ফাতিমা সানা শেখ। তিনি বলেন, যেসব মানুষ কোনোদিনও তাঁর সঙ্গে কথা বলেননি, দেখা হয়নি; তাঁরাই এসব লিখে চলেছেন। ফাতিমা আরো বলেন, এইসব খবরে বিন্দুমাত্র সত্য নেই। কিন্তু এসব পড়ার পর মানুষের মধ্যে ধারণা জন্মেছে, তিনি ভালো মানুষ নন। এ ব্যাপারে তাঁকে কেউ প্রশ্ন করলে, তার উত্তর দিতে প্রস্তুত তিনি।

আমিরের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে ফাতিমার ওপর বেশ প্রভাব পড়ে। সে কথা স্বীকারও করেছেন তিনি। কারণ, ফাতিমা চান না লোকে তাঁকে মন্দ বলুক। তিনি বলেন, ‘আমি চাই না তাঁরা আমাকে খারাপ মানুষ হিসেবে দেখুক।’ ‘আমি যদি ভালো মানুষ হই, মানুষ আমাকে ভালো রূপেই দেখবে’, যোগ করেন ফাতিমা।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।