Bahumatrik :: বহুমাত্রিক
 
৩ ভাদ্র ১৪২৬, সোমবার ১৯ আগস্ট ২০১৯, ৩:২১ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭


০৭ জুন ২০১৯ শুক্রবার, ১২:১২  পিএম

বহুমাত্রিক ডেস্ক


আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

ঢাকা : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে। আমিরাতের কর্মকর্তারা জানিয়েছে, ওমান থেকে ঈদ করে ফেরার সময় যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনার কবলে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। খবর খালিজ টাইমসের।

বৃহস্পতিবার বিকেল ৫টা ৪০ মিনিটে দুবাইয়ের শেখ মোহাম্মদ বিন জায়েদ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুবাইয়ের পুলিশ এক টুইট বার্তায় ওই দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ওই বাসটিতে ৩১ জন যাত্রী ছিলেন। পুলিশ জানিয়েছে, নিহত ১৭ জনের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। আর আহত পাঁচজনের অবস্থা গুরুতর বলেও জানিয়েছেন তারা।

দুবাইয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ও আহতদের রশিদ হাসপাতালে নেয়া হয়েছে। ওই দুর্ঘটনায় আহত হওয়া এক পরিবারের একজন বন্ধু জানিয়েছেন, ওই পরিবারটি ঈদ উদযাপন করে ওমান থেকে ফিরছিল।

নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় ওই ব্যক্তি জানান, দুর্ঘটনার পর আমার এক বন্ধু কাছ থেকে ফোন পাই। তিনি ওই দুর্ঘটনায় আহত হয়েছে বলে আমাকে জানায়।
তিনি জানান, দুর্ঘটনায় আমার বন্ধুর স্ত্রী ও শিশু আহত হয়নি। আমরা রশিদ হাসপাতালে এসেছি। কিন্তু এখনও তাদের সঙ্গে দেখা করতে পারিনি।

এদিকে ভয়াবহ ওই দুর্ঘটনায় হতাহতের মধ্যে বাংলাদেশের কোনও নাগরিক আছেন কিনা-তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

Netaji Subhash Chandra Bose
BRTA
Bay Leaf Premium Tea

প্রবাসপত্র -এর সর্বশেষ